ইসরায়েলের হামলায় লেবাননে প্রাণহানি ৪

|

ঘটনাস্থলে একটি পোড়া গাড়ির পাশে কাজ করছে ইমার্জেন্সি টিম। ফুটেজ: আল মায়াদিন টিভি

ইসরায়েলের হামলায় প্রথমবারের মতো লেবাননের দক্ষিণাঞ্চলে প্রাণ গেলো ৪ বেসামরিকের। এর জন্য ইসরায়েলি সেনাবহরকে মূল্য চুকাতে হবে, এমন হুমকি দিয়েছে সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ। খবর আল জাজিরার।

রোববার (৫ নভেম্বর) লেবাননের দক্ষিণাঞ্চলে রকেট ও মিসাইল ছুঁড়ছিলো ইসরায়েলি সেনাবহর। দাবি, হিজবুল্লাহর গোপন আস্তানা ধ্বংসেই চালানো হয় অভিযান। কিন্তু একটি গাড়িতে আঘাত হানে ক্ষেপণাস্ত্র। ঘটনাস্থলেই প্রাণ হারায় ৩ শিশু ও তাদের দাদি। সংকটাপন্ন অবস্থায় ঐ শিশুদের মা হাসপাতালে চিকিৎসাধীন। হিজবুল্লাহর দাবি, পাল্টা হামলায় নিহত হয়েছে একজন ইসরায়েলিও।

গত ৭ অক্টোবর ইসরায়েলের অভ্যন্তরে দুর্ধর্ষ অভিযান চালায় হামাস। যে ঘটনাকে সমর্থন জানায় ইরান সমর্থনপুষ্ট সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ। সীমান্তে শুরু করে ইসরায়েলি সেনাবহরের সাথে লড়াই। এতে এখন পর্যন্ত ৭০ জনের বেশি হিজবুল্লাহ সদস্যের প্রাণ গেছে।

/এএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply