বিএনপি নেতা দুদু ৩ দিনের রিমান্ডে

|

প্রধান বিচারপতির বাসভবনে হামলার ঘটনায় রমনা মডেল থানায় করা মামলায় বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুকে তিনদিনের রিমান্ড দিয়েছেন আদালত।

সোমবার (৬ নভেম্বর) তাকে আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে দুদুকে পাঁচদিনের রিমান্ডে নিতে আবেদন করেন তদন্ত কর্মকর্তা। অন্যদিকে দুদুর রিমান্ড বাতিল ও জামিন চেয়ে শুনানি করেন বিএনপিপন্থী আইনজীবীরা। শুনানি শেষে তার এদিন এই বিএনপি নেতার তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শফি উদ্দিনের আদালত।

এর আগে, রোববার (৫ নভেম্বর) রাত ১২টার দিকে ঢাকায় বোনের বাসা থেকে দুদুকে আটক করে ডিবি পুলিশ।

শামসুজ্জামান দুদুর ছোট ভাই ওয়াহিদুজ্জামানের বরাতে জানানো হয়, গভীর রাতে গোয়েন্দা পুলিশ পরিচয়ে ১৫-২০ জনের একটি দল শামসুজ্জামানের বড় বোনের ক্যান্টনমেন্টের বাসা থেকে তাকে তুলে নিয়ে যায়। সঙ্গে তার ভাগনে ব্যবসায়ী হাসনাত আশরাফকেও নিয়ে গেছে পুলিশ।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply