সরকার পদত্যাগের এক দফা দাবি আদায়ে সারাদেশে আবারও সকাল সন্ধ্যা ৪৮ ঘণ্টার সর্বাত্মক অবরোধ কর্মসূচির ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। আগামী বুধবার (৮ নভেম্বর) সকাল ৬টা থেকে শুক্রবার সকাল ৬টা পর্যন্ত সড়ক, রেল ও নৌ পথে সর্বাত্মক এ কর্মসূচি পালন করবেন দলটির নেতাকর্মীরা।
সোমবার (৬ নভেম্বর) এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ কর্মসূচির ঘোষণা দেন।
গত ২৮ অক্টোবর রাজধানীর নয়াপল্টনে মহাসমাবেশের পর ২৯ অক্টোবর দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতাল পালন করে বিএনপি। কর্মসূচি পালন করে জামায়াত ও সমমনা দলগুলোও।
পরে ৩১ অক্টোবর সকাল ৬টা থেকে টানা তিন দিন দেশব্যাপী সর্বাত্মক অবরোধ কর্মসূচি পালন করে বিএনপি, জামায়াতসহ সমমনা রাজনৈতিক দল ও জোটগুলো।
একই দাবিতে গত রোববার (৫ নভেম্বর) সকাল ৬টা থেকে মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত দ্বিতীয় দফায় অবরোধ কর্মসূচি পালন করছে বিএনপিসহ সমমনা দল ও জোট।
/এমএইচ
Leave a reply