গাজায় দখলদারিত্বের অবসান ও যুদ্ধবিরতির আহ্বান প্রধানমন্ত্রীর

|

ফিলিস্তিনের গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি ও অঞ্চলটিতে ইসরায়েলের অবৈধ দখলদারিত্ব অবসানে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার (৬ নভেম্বর) সৌদি আরবের জেদ্দায় ‘ইসলামে নারীর মর্যাদা ও ক্ষমতায়ন’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে এ আহ্বান জানান তিনি।

প্রধানমন্ত্রী বলেন, গাজায় নৃশংসতা বাংলাদেশে ১৯৭১ সালের অমানবিক নির্যাতনের শিকার দুই লাখ নারীর কথা মনে করিয়ে দেয়। গাজায় নৃশংসতা মিয়ানমারের হাজার হাজার নির্যাতিত রোহিঙ্গা নারী ও শিশুর নির্যাতনের দৃশ্যকেই ফুটিয়ে তোলে। যারা নৃশংসতার শিকার হয়ে ২০১৭ সালের আগস্টে দেশটি থেকে বাংলাদেশের সীমান্তে আশ্রয় নিতে এসেছিল।

ইসলামে নারীর মর্যাদা তুলে ধরার জন্য সৌদি আরব ও ওআইসিকে এ সময় ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply