গাজা শিশুদের কবরস্থানে পরিণত হচ্ছে বলে মন্তব্য করেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস। চলমান হামাস-ইসরায়েল সংঘাতে মানুষের জীবনকে সর্বোচ্চ গুরুত্ব দেয়ার আহ্বান জানান তিনি। খবর ডয়েচে ভেলের।
সোমবার (৬ নভেম্বর) এ নিয়ে উদ্বেগ জানিয়ে জাতিসংঘ মহাসচিব বলেন, গাজায় প্রতিদিন শত শত ছেলে মেয়ে হতাহত হচ্ছে। তিন দশকের মধ্যে সবচেয়ে বেশি সাংবাদিকের মৃত্যু হয়েছে গত চার সপ্তাহের যুদ্ধে। জাতিসংঘের ইতিহাসে কোনো সংঘাতে আমাদের সবচেয়ে বেশি কর্মী প্রাণ হারিয়েছে। এই নির্মম, ভয়াবহ, মর্মান্তিক মৃত্যু আর ধ্বংস বন্ধে একটি পথ বের করে আনতে এখনই পদক্ষেপ নিতে হবে।
এদিকে, গত ৭ অক্টোবর থেকে শুরু হওয়া এক মাসের আগ্রাসনে প্রাণহানি ছাড়িয়েছে ১০ হাজার। নিহতদের মধ্যে ৪১০০ এরও বেশি শিশু। আহতের সংখ্যা সাড়ে ২৫ হাজার ছাড়িয়েছে।
এসজেড/
Leave a reply