চলমান যুদ্ধে দৈনিক এক কোটি ৬০ লাখ ডলার হারাচ্ছে ফিলিস্তিন: জাতিসংঘ

|

টানা একমাস ধরে গাজায় চলছে ইসরায়েলের নারকীয় আগ্রাসন। বেসামরিক স্থাপনা তো বটেই, ইহুদি বাহিনীর বর্বতা থেকে বাদ যাচ্ছে না হাসপাতালও। এরই মধ্যে জাতিসংঘের শ্রম বিষয়ক সংস্থা (আইএলও) বলছে, চলমান যুদ্ধে প্রতিদিন এক কোটি ৬০ লাখ ডলার হারাচ্ছে ফিলিস্তিন।

সোমবার, এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে আইএলও। সংস্থাটির পক্ষ থেকে বলা হয়েছে, দখলকৃত পশ্চিম তীরে যুদ্ধের কারণে চাকরি হারিয়েছেন দুই লাখের বেশি ফিলিস্তিনি, যা মোট কর্মসংস্থানের ২৪ শতাংশ। অন্যদিকে, সংঘাতপূর্ণ গাজা উপত্যকায় বেকারের সংখ্যা এক লাখ ৮২ হাজার, যা মোট কর্মসংস্থানের ৬১ শতাংশ। ফলে আয়-রোজগারের কোনো পথ না থাকায়, প্রতিদিন ১৬ মিলিয়ন ডলার হারাচ্ছে ফিলিস্তিন।

তবে সহসা এই পরিস্থিতি থেকে উত্তরণের কোনো সম্ভাবনা নেই বলেও জানিয়েছে সংস্থাটি। ইসরায়েলি বিভিন্ন শহরে কর্মরত ছিলেন ১৮ হাজার ফিলিস্তিনি। যুদ্ধ চলাকালে জোরপূর্বক তাদের গাজায় ফেরত পাঠিয়েছে নেতানিয়াহু প্রশাসন।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply