Site icon Jamuna Television

বাধ্য হয়েই আলু আমদানি: কৃষিমন্ত্রী

দ্বিগুণ দামে আলু বিক্রি হচ্ছে, তাই বাধ্য হয়েই আমদানি করছে সরকার। দ্রুত দাম কমবে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক।
মঙ্গলবার (৭ নভেম্বর) দুপুরে খামারবাড়িতে ‘কৃষির অগ্রযাত্রা ও খাদ্য নিরাপত্তা’ শীর্ষক সেমিনারে এ কথা বলেন তিনি।

কৃষিমন্ত্রী বলেন, আলু এসেছে। হয়তো আর ১৫ থেকে ২০ দিন কষ্ট হবে। তারপর সবকিছুর দাম স্বাভাবিক হয়ে যাবে। কিছু কোল্ড স্টোরেজ মালিক অস্বাভাবিক অর্থ হাতিয়ে নিয়েছে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে গেলে কোল্ড স্টোরেজ বন্ধ করে দেয়।

ড. আব্দুর রাজ্জাক জানান, কৃষক এ বছর আলু চাষ কম করেছে। তারা আলুর জমিতে সরিষা উৎপাদন করেছে। আলু দ্বিগুণ দামে বিক্রি হচ্ছে, এটা দুঃখজনক। তাই বাধ্য হয়েই আমদানিতে যাওয়া।

সামনের বছর নতুন জাতের আলুর চাষে উৎপাদন বৃদ্ধি পাবে বলেও জানান কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক।

/এএস/এমএন

Exit mobile version