পাকিস্তানের বিপক্ষে নাটকীয় ড্র’র পরে সুপার ওভারে জয় বাংলাদেশের

|

সিরিজ বাঁচাতে আজকের ম্যাচে জিততেই হবে, এমন পরিসংখ্যান সামনে নিয়েই পাকিস্তানের বিপক্ষে খেলতে নেমেছিলো বাংলাদেশের মেয়েরা। তবে নির্ধারিত ৫০ ওভারের আগের বলে পাকিস্তানকে অলআউট করে ম্যাচটি সুপার ওভারে নিয়ে যায় টাইগ্রেসরা। সেখানে জিতে অবশেষে সিরিজে সমতায় ফিরলো বাংলাদেশ।

সুপার ওভারে প্রথমে ব্যাট করতে নামে পাকিস্তান। বাংলাদেশ অধিনায়ক ভরসা রাখেন নাহিদার ওপর। দারুণ ভাবে ভরসার প্রতিদান দেন তিনি। প্রথম বলেই তুলে নেন উইকেট। পাকিস্তানের হয়ে মাঠে নামা ইরাম জাভেদকে বোল্ড করে ফিরিয়ে দেন তিনি। এর পরে বলে সিংগেল নেন বিসমাহ মারুফ। পরে বলে নন স্ট্রাইকে নামা আলিয়া রিয়াজ চার মেরে বসেন নাহিদাকে। ওভারের চতুর্থ বলে একটি ডাবল বের করেন আলিয়া। তবে পরের বলে আলিয়াকে রান আউট করলে নির্ধারিত সুপার ওভার শেষ হয়ে যায়। দুই উইকেট পতনের ফলে মাত্র ৭ রান করেই সুপার ওভার শেষ করে পাকিস্তান।

বাংলাদেশের হয়ে ব্যাটিংয়ে নেমে পাকিস্তানের নাশারা সান্ধুকে প্রথম বলেই চার মেরে দেন সুবহানা মোসতারি। দ্বিতীয় বল ডট গেলেও পরের দুই বলে দুটি সিংগেল বের করেন স্বর্ণা ও মোসতারি। তবে বিপত্তি ঘটে পঞ্চম বলে। স্টাম্পিংয়ে আউট হয়ে যান মোসতারি। তবে পরবর্তীতে ব্যাটে নামা অধিনায়ক নিগার সুলতানা শেষ বলে চার মেরে জিতিয়ে দেন বাংলাদেশকে।

এর আগে মঙ্গলবার (৭ নভেম্বর) তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন টাইগ্রেস অধিনায়ক নিগার সুলতানা।

/এমএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply