Site icon Jamuna Television

বিএনপি জিয়ার কবরে ফুল দিতে যায়নি, কাপুরুষের পরিচয় দিয়েছে: কাদের

৭ নভেম্বর বিএনপির সেই জাতীয় সংহতি দিবসের কর্মসূচি তারা স্থগিত করেছে। তাদের নেতা জিয়াউর রহমানের কবরে ফুল দিতে যায়নি। বিএনপি কাপুরুষের পরিচয় দিয়েছে। এই কাপুরুষদের রাজনীতি করা মানায় না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

মঙ্গলবার (৭ নভেম্বর) বিকেলে ‘মুক্তিযোদ্ধা সৈনিক হত্যা দিবস’ উপলক্ষ্যে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

ওবায়দুল কাদের বলেন, ২৮ তারিখ শেখ হাসিনার পতন ঘটাতে এসে বিএনপির নিজেদের পতন হয়ে গেছে। বিএনপির নেতাকর্মীরা অলিগলি দিয়ে পালিয়ে গেছে। নিজেদের নিশ্চিহ্ন করতে বিএনপি নিজেরাই যথেষ্ট। বিএনপির লাফালাফি বাড়াবাড়ি কই গেলো বলেও এ সময় প্রশ্ন ছুড়ে দেন তিনি।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, কোনো দেশ বা ইউনিয়ন বিবৃতি দিলো তাতে কিছু আসে যায় না। অপরাধীদের বিচার হতেই হবে।

/এমএন

Exit mobile version