বিএনপির কেন্দ্রীয় নেতাদের নির্দেশেই বিশৃঙ্খলা ও পুলিশের ওপর হামলা: সিটিটিসি

|

সিটিটিসির প্রধান ও অতিরিক্ত পুলিশ কমিশনার মো. আসাদুজ্জামান।

বিএনপি ও ছাত্রদলের কেন্দ্রীয় নেতাদের নির্দেশেই নেতাকর্মীরা গত ২৮ অক্টোবরের সমাবেশে বিশৃঙ্খলা ও পুলিশের ওপর হামলা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট।

মঙ্গলবার (৭ নভেম্বর) দুপুরে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে ছাত্রদলের যুগ্ম-সম্পাদক আমান উল্লাহ আমানকে গ্রেফতারের পর আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান সিটিটিসির প্রধান ও অতিরিক্ত পুলিশ কমিশনার মো. আসাদুজ্জামান।

সংবাদ সম্মেলনে জানানো হয়, সিসি ক্যামেরার ফুটেজ দেখে আসামি শনাক্ত করা হয়েছে। সংঘর্ষের সময় ছাত্রদল নেতা আমান উল্লাহ আমান উপস্থিত ছিলেন। তাকে গতকাল সোমবার মহাখালী বাস টার্মিনাল এলাকা থেকে গ্রেফতার করা হয়।

সিসিটিসির এই কর্মকর্তা আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আমান জানিয়েছে, আগে থেকেই তাদের কাছে বিশৃঙ্খলা সৃষ্টি করে পুলিশের ওপর হামলা চালানোর নির্দেশনা ছিল। আসামির কাছ থেকে হামলার নির্দেশদাতাসহ আরও বিভিন্ন তথ্য পাওয়া গেছে।

/আরএইচ/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply