গাজার আল-শিফা হাসপাতালের বাইরে একটি অ্যাম্বুলেন্সে ইসরায়েলি বাহিনীর হামলাকে যুদ্ধাপরাধ হিসাবে তদন্ত করার আহ্বান জানিয়েছে মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)। বুধবার (৮ নভেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।
প্রতিবেদনে বলা হয়, গত শুক্রবার আল-শিফা হাসপাতালের বাইরের একটি অ্যাম্বুলেন্সে এ হামলা চালায় ইহুদি বাহিনী। হামলার কিছুক্ষণ পরই তোলা ভিডিও ফুটেজ এবং ছবি যাচাই করেছে এইচআরডব্লিউ। এছাড়াও হামলার একজন প্রত্যক্ষদর্শীর সাক্ষাৎকারও নিয়েছে সংস্থাটি।
ভিডিওতে দেখা যায়, অ্যাম্বুলেন্সের ভিতরে স্ট্রেচারে ছিলেন একজন আহত নারী। অ্যাম্বুলেন্সের আশেপাশের এলাকায় কমপক্ষে ২১ জন মৃত বা আহত ব্যক্তিকে দেখা যায়। যার মধ্যে ৫ জন শিশুও রয়েছে।
বিবৃতিতে এইচআরডব্লিউ জানায়, অ্যাম্বুলেন্সটি সামরিক উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে কি না সে বিষয়ে তদন্ত চলছে। এদিকে, অ্যাম্বুলেন্স হামলার বিষয়টি নাকোচ করে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ একটি ভিডিও পোস্ট করেছে ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র।
তবে ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট সোসাইটি বলছে, হামলায় আহতদের মধ্যে একজন চিকিৎসক ও অ্যাম্বুলেন্স চালক ছিলেন।
/এআই
Leave a reply