গাজায় প্রতিদিন ১৬০ শিশুর মৃত্যু হচ্ছে: জাতিসংঘ

|

ছবি: সংগৃহীত

প্রতিদিন গড়ে ১৬০ জন শিশুর মৃত্যু হচ্ছে গাজা উপত্যকায়। মঙ্গলবার (৭ নভেম্বর) এই ভয়াবহ তথ্য প্রকাশ করলো জাতিসংঘ। খবর আনাদুলু এজেন্সি।

প্রতিবেদনে বলা হয়, হামাস-ইসরায়েল যুদ্ধের একমাসে ৪ হাজার ২৩৭ শিশু হারিয়েছে প্রাণ। নিখোঁজ ১৩শ’র বেশি। আহতদের মিলছে না পর্যাপ্ত চিকিৎসা সেবা। বাদবাকি শিশুরাও যুুদ্ধের ভয়াবহতায় মানসিকভাবে বিপর্যস্ত।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মুখপাত্র ক্রিশ্চিয়ান লিন্ডেমায়ার জানান, এখন পর্যন্ত শতাধিক হাসপাতাল আর স্বাস্থ্যসেবা কেন্দ্র লক্ষ্য করে চালানো হয়েছে হামলা। যা স্পষ্টভাবে যুদ্ধাপরাধ। মঙ্গলবারও আল-শিফা হাসপাতালে শক্তিশালী বোমা ছোঁড়ে ইসরায়েলি বাহিনী। সেখানে আগ্রাসন থেকে রক্ষা পেতে আশ্রয় নিয়েছেন কয়েক হাজার গাজাবাসী।

এ হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে রেড ক্রিসেন্টের অ্যাম্বুলেন্স এবং ত্রাণ বহনকারী গাড়িও। যুদ্ধের একমাসে গাজায় প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১০ হাজার ৩৩৮ জনে। আহত সাড়ে ২৫ হাজার।

/এআই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply