গেলো একমাসে হামাস-ইসরায়েল যুদ্ধকে কেন্দ্র করে বিশ্বজুড়ে হয়েছে ৪ হাজার ২শ’ বিক্ষোভ-সমাবেশ। মঙ্গলবার (৭ নভেম্বর) এই তথ্য প্রকাশ করে মানবাধিকার সংগঠন এসিএলইডি।
প্রতিবেদনে গত ৭ থেকে ২৭ অক্টোবর পর্যন্ত হওয়া আন্দোলনের তথ্য নথিভুক্ত করা হয়েছে। ফিলিস্তিনের সমর্থনেই হয়েছে ৯০ শতাংশ বিক্ষোভ-প্রতিবাদ। ১৪শ’র বেশি আন্দোলন হয় মধ্যপ্রাচ্য এবং উত্তর আফ্রিকার দেশগুলোয়।
এদিকে, একক দেশ হিসেবে যুক্তরাষ্ট্র দেখেছে সর্বোচ্চ প্রতিবাদ সমাবেশ। মোট ৬শ’র মতো আন্দোলন হয়েছে দেশটিতে। যার বেশিরভাগই গাজাবাসীর সমর্থণে। তাছাড়া জার্মানিতে রেকড করা হয়েছে ১৭০টি আন্দোলন।
ইয়েমেন, তুরস্ক, ইরান ও পাকিস্তানেও বড় আকারের বিক্ষোভ-প্রতিবাদ রেকর্ড করে এসিএলইডি। সংগঠনটির দাবি, ঐ সময়কালে বিশ্বে হওয়া মোট প্রতিবাদ-সমাবেশের ৩৮ শতাংশই ছিলো হামাস-ইসরায়েল যুদ্ধকেন্দ্রীক।
/এআই
Leave a reply