বিএনপি নেতা হাবিবকে খুঁজতে আইজিপিকে নির্দেশ হাইকোর্টের

|

আদালত অবমাননায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবকে খুঁজে ৭ ডিসেম্বরের মধ্যে হাইকোর্টে হাজির করতে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বুধবার (৮ নভেম্বর) বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি রাজিক আল জলিলের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

তার আগে আজ সকালে ডেপুটি এটর্নি জেনারেল আদালতকে জানান, হাবিবকে তার পাবনার ও ঢাকার শ্যামলীর বাসায় খুঁজে পাওয়া যায়নি। এক মামলায় সাজা হওয়ার পর থেকেই পলাতক রয়েছেন তিনি। পাবনা জেলা পুলিশ ও ডিএমপির শের-ই বাংলা থানা পুলিশের সমন্বয়ে হাইকোর্টকে এ তথ্য জানানো হয়।

এর আগে গত ৬ নভেম্বর বিচারপতি মো. আখতারুজ্জামানকে নিয়ে বিরূপ মন্তব্য করায় তার ব্যাখ্যা দিতে হাবিবুর রহমান হাবিবকে তলব করেছিলেন হাইকোর্ট। গত ৬ নভেম্বর হাজির হওয়ার কথা থাকলেও তিনি আসেননি।

পরবর্তীতে ৮ নভেম্বরের মধ্যে তার বর্তমান অবস্থান জানতে চেয়েছিলেন হাইকোর্ট। পরে জে বি এম হাসানের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ হাবিবুর রহমান হাবিব কোথায় আছেন রাষ্ট্রপক্ষকে সে বিষয়ে খোঁজ নিয়ে ৮ নভেম্বর জানানোর নির্দেশ দিয়েছিলেন।

/এমএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply