হামাসের গত ৭ অক্টোবরের হামলায় নিরাপত্তা ব্যর্থতার দায়ে ‘নার্ভাস ব্রেকডাউন’ অবস্থায় রয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু। এমনকি যুদ্ধ শেষ হলে অনির্দিষ্ট সময়ের জন্য গাজার নিরাপত্তার নিয়ন্ত্রণ নেয়ার ভুল প্রস্তুতি নিচ্ছেন বলে দাবি করেছেন ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী ইহুদ ওলমার্ট। বুধবার (৮ নভেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
ওলমার্টকে উদ্ধৃত করে প্রতিবেদনে বলা হয়, যুদ্ধের চাপ সামলাতে হিমশিম দশা ইসরায়েলের প্রধানমন্ত্রীর। এরইমধ্যে তিনি মানসিকভাবে অনেকটাই বিপর্যস্ত। এমনকি ইসরায়েলের জন্য বিপজ্জনক হয়ে উঠেছেন বলেও দাবি করেন ওলমার্ট।
তিনি বলেন, নেতানিয়াহুর লক্ষ্য হওয়া উচিত, ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে গঠনের বিষয়ে আলোচনায় ফিরে আসা। আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে আলোচনার মাধ্যমে যুদ্ধের অবসান করা।
ওলমার্ট আরও বলেন, গাজার নিরাপত্তার তদারকি করা ইসরায়েলের কাজ নয়।
/এআই
Leave a reply