বিএনপি-জামায়াতের তৃতীয় দফায় ডাকা টানা ৪৮ ঘণ্টা অবরোধের প্রথম দিনে রাজধানীতে আগের তুলনায় কিছুটা বেড়েছে যানবাহনের চলাচল। বুধবার (৮ নভেম্বর) সকাল থেকে কিছু সংখ্যক দূরপাল্লার বাস ছেড়ে গেলেও যাত্রী সংখ্যা কম দেখা গিয়েছে।
আগের তুলনায় গণপরিবহনের সংখ্যাও কিছুটা বেড়েছে। তবে সাধারণ মানুষ আতঙ্ক নিয়েই ঘর থেকে বের হচ্ছেন। এদিকে, অবরোধের সমর্থনে রাজধানীর উত্তরা হাউজ বিল্ডিং এলাকায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল বের করে বিএনপি। ফার্মগেট এলাকায় তেজগাঁও কলেজ ছাত্রদল, মিরপুর এলাকায় যুবদল ও ভাষানটেকে থানা বিএনপি মিছিল বের করে।
অবরোধের সমর্থন জানিয়ে বিএনপি’র সঙ্গে যুগপৎ আন্দোলনে থাকা অন্য দলগুলোও এ কর্মসূচি পালন করছে। অন্যদিকে জামায়াতে ইসলামীও আলাদা করে ৪৮ ঘণ্টা অবরোধ কর্মসূচি পালন করছে।
এএস/
Leave a reply