ঢাকার জিগাতলায় বাসে আগুন

|

এবার রাজধানীর জিগাতলায় আরও একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার (৭ নভেম্বর) রাত সোয়া নয়টার দিকে জিগাতলায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদর দফতরের সামনে রমজান পরিবহনের বাসে আগুন দেওয়ার এই ঘটনা ঘটে।

এই ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে বলে জানা গেছে। বুধবার রাতে দুই ঘণ্টার ব্যবধানে এটিসহ তিনটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

এর আগে, সন্ধ্যা ৭টা ৩৩ মিনিটে পুরান ঢাকার তাঁতীবাজার এবং ৮টা ৮ মিনিটে বনানীর কাকলীতে বাসে অগ্নিসংযোগের খবর পায় ফায়ার সার্ভিস। এসব ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

এরমধ্যে তাঁতীবাজার মোড়ে আগুন দেয়া যাত্রীবাহী বাসটি আকাশ পরিবহনের। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

অন্যদিকে, কাকলী পুলিশ ফাঁড়ির কাছে মিনিবাসে আগুন দেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে সেখানেও ছুটে যায় কুর্মিটোলা ফায়ার সার্ভিসের দুইটি দল। তবে তারা পৌঁছানোর আগেই আগুন নিভে যায়।

বিএনপি ও তাদের সঙ্গে যুগপৎ আন্দোলনে থাকা বিভিন্ন রাজনৈতিক দল, জামায়াতের ডাকা তৃতীয় দফা অবরোধের প্রথম দিনে এই ঘটনা ঘটলো। অবরোধ শুরুর আগে গতকাল মঙ্গলবার রাতে মালিবাগেও পার্কিং করা একটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply