বিএনপির ডাকা তৃতীয় দফার অবরোধের দ্বিতীয় দিন আজ। ৪৮ ঘণ্টার এই অবরোধ শেষ হবে শুক্রবার ভোর ৬টায়।
অবরোধের মধ্যে আজ সকাল থেকে কিছু সংখ্যক দূরপাল্লার বাস ছেড়ে গেলেও যাত্রীর সংখ্যা বেশ কম।
সকাল থেকে রাজধানীতে গণপরিবহন ও ব্যক্তিগত গাড়ি চলাচল এখনও বেশ কম। রাতে রাজধানীর কয়েকটি জায়গায় বাসে আগুন দেয়ার ঘটনায় জনমনে আতঙ্ক বিরাজ করছে। তবে শঙ্কা নিয়েই কর্মস্থলের উদ্দেশে কিংবা অন্য কাজে বের হচ্ছেন সাধারণ মানুষ।
নগরীর সব গুরুত্বপূর্ণ সড়কের মোড়ে সতর্ক অবস্থান রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের। যেকোনো অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে কঠোর অবস্থানে রয়েছেন তারা।
এসজেড/
Leave a reply