আজ আদালতে হাজির হবেন ড. ইউনূস

|

ফাইল ছবি।

শ্রম আইন লঙ্ঘনের অভিযোগের মামলায় আজ (৯ নভেম্বর) আদালতে হাজির হবেন ড. মুহাম্মদ ইউনূস। আত্মপক্ষ সমর্থনে আজ সকাল সাড়ে ১১টার দিকে আদালতে হাজির হওয়ার কথা রয়েছে গ্রামীণ টেলিকমের চেয়ারম্যানের।

এ তথ্য জানিয়ে শান্তিতে নোবেল জয়ী ড. মুহাম্মদ ইউনূসের আইনজীবী আব্দুল্লাহ আল মামুন বলেন, যেহেতু ৩৪২ ধারায় আত্মপক্ষ সমর্থনের দিন ধার্য আছে, কাজেই ড. ইউনূস আদালতে হাজির হবেন। তিনি বলেন, কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদপ্তর এ মামলাটি প্রমাণ করতে সক্ষম হয়নি।

শ্রম আইন লংঘনের এ মামলায় এরই মধ্যে ৪ সাক্ষীর সাক্ষ্যগ্রহণ ও জেরা শেষ হয়েছে। চলতি মাসের ২ তারিখে চতুর্থ সাক্ষী, ২৬ অক্টোবর তৃতীয়, ১৮ অক্টোবর দ্বিতীয় ও ১১ অক্টোবর প্রথম সাক্ষী এবং মামলার বাদীর সাক্ষ্যগ্রহণ শেষ হয়। ২০২১ সালের ৯ সেপ্টেম্বর ঢাকার তৃতীয় শ্রম আদালতে কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদপ্তরের শ্রম পরিদর্শক তরিকুল ইসলাম বাদী হয়ে ড. ইউনূসসহ চারজনের বিরুদ্ধে এই মামলা করেন।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply