২৭ ঘণ্টায় অবরোধ ঘিরে সারাদেশে বিভিন্ন যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বুধবার (৮ নভেম্বর) সকাল ৬টা থেকে বৃহস্পতিবার (৯ নভেম্বর) সকাল ৯টা (২৭ ঘণ্টা) পর্যন্ত সারাদেশে ১৩টি গণপরিবহনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
ফায়ার সার্ভিসের তথ্যমতে, গত ২৭ ঘণ্টায় ঢাকার হাজারীবাগ, তাতীবাজার, কাকলি, মিরপুর ও ধানমন্ডি এলাকায় ৫টি যানবাহনে আগুন দেয়ার ঘটনা ঘটেছে। এছাড়া ঢাকা বিভাগের গাজীপুরে ৩টি, চট্টগ্রামের খাগড়াছড়িতে ১টি, রাজশাহীর শিবগঞ্জে ১টি, বরিশালের গৌরনদী ও বরগুনায় ২টি এবং নোয়াখালীতে ১টি অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ সময় মোট ৭টি বাস, ৪টি কাভার্ড ভ্যান ও ২টি ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
এদিকে, বিএনপির ডাকা তৃতীয় দফার অবরোধের দ্বিতীয় দিন আজ। অবরোধের মধ্যে আজ সকাল থেকে কিছু সংখ্যক দূরপাল্লার বাস ছেড়ে গেলেও যাত্রীর সংখ্যা বেশ কম। ৪৮ ঘণ্টার এই অবরোধ শেষ হবে শুক্রবার ভোর ৬টায়।
এসজেড/
Leave a reply