ডলারের বাজারে অস্থিরতা চলছেই। ক্যাশ ডলারের তীব্র সংকট দেখা দিয়েছে। ব্যাংক ও মানি চেঞ্জারের ঘোষিত রেটে সহজে মিলছে না ক্যাশ ডলার। খোলা বাজারে ক্যাশ ডলার কিনতে ক্রেতাতের গুণতে হচ্ছে ১২৬ টাকা। যদিও মানি চেঞ্জারগুলো বলছে, তারা বিক্রি করছে ১১৫ টাকা দরে। আর কিনছে একশ সাড়ে ১৩ টাকা দরে।
এদিকে, বিভিন্ন ব্যাংক দাবি করছে, ক্যাশ ডলার বিক্রি হচ্ছে ১১৩ টাকা ২৫ পয়সা দরে। আর ব্যাংক কিনছে ১১২ টাকা ২৫ পয়সায়। বাস্তবে চিত্র ভিন্ন। এ দরে ক্যাশ ডলার অনেকেই কিনতে পারছেন না।
অপরদিকে ক্রেতারা বলছেন, ব্যাংক ও মানি এক্সচেঞ্জে ঘোষিত দামে ডলার না পাওয়ায় তারা বাড়তি দরে কিনতে বাধ্য হচ্ছেন।
উচ্চ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে ডলারের দাম নির্ধারণের পাশাপাশি কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ থেকে প্রচুর ডলার বিক্রি করা করছে। চলতি অর্থবছরে ইতোমধ্যে প্রায় সাড়ে চার বিলিয়ন ডলার বিক্রি করা হয়েছে।
/এমএন
Leave a reply