আহমাদুল কবির, মালয়েশিয়া:
মালয়েশিয়ার একটি অস্থায়ী বসতিতে অভিযান চালিয়ে ২০৩ বাংলাদেশিসহ মোট ২০৭ জনকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। বুধবার (৮ নভেম্বর) মধ্যরাতে দেশটির জোহর রাজ্যের কোতা তিঙ্গি এলাকায় অভিযান চালিয়ে এসব অভিবাসীদের আটক করা হয়।
এক বিবৃতিতে ইমিগ্রেশন বিভাগ জানায়, কাজের পারমিটের অপব্যবহার, পরিচয়পত্র ছাড়া অবৈধভাবে অবস্থানসহ বিভিন্ন অপরাধের কারণে তাদের আটক করা হয়েছে। এ সময় অভিবাসীদের বাসস্থান দেয়ার অভিযোগে ৫২ বছর বয়সী স্থানীয় নাগরিককেও আটক করা হয়েছে।
ইমিগ্রেশন বিভাগ আরও জানায়, স্থানীয়দের কাছ থেকে বিভিন্ন অভিযোগ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়। এ সময় পালাতে গিয়ে বেশ কয়েকজন অভিবাসী আহত হয়েছে বলেও জানায় তারা।
আরএইচ/এটিএম
Leave a reply