তিন দিনের মানবিক বিরতিতে ১২ ইসরায়েলি বন্দির মুক্তির আশা

|

ছবি: বিবিসি

তিন দিনের মানবিক বিরতির বিনিময়ে ১২ ইসরায়েলি বন্দিকে মুক্ত করা হতে পারে। মধ্যস্থতাকারীদের বরাত দিয়ে এ তথ্য প্রকাশ করেছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।

তথ্য অনুসারে, মুক্তি পাওয়ার তালিকায় থাকা অর্ধেকই যুক্তরাষ্ট্রের দ্বৈত নাগরিক। অবশ্য হামাসের সিদ্ধান্তের ওপরই নির্ভর করবে মানবিক বিরতি কার্যকরের বিষয়টি।

কাতার ও মিসরের মধ্যস্থতায় গত এক মাসে দু’দফায় ছাড়া হয় ৪ নারীকে। যাদের মধ্যে প্রথমবার এক মার্কিন মা ও মেয়েকে মুক্তি দেয় স্বাধীনতাকামী দলটি।

হামাসের অভিযোগ, ইসরায়েলি আগ্রাসনে প্রাণ গেছে গাজায় লুকিয়ে রাখা অন্তত ৫০ জিম্মির। নেতানিয়াহু প্রশাসনের হিসাব অনুসারে এখনও ২৪২ ইসরায়েলি বন্দি হামাসের হাতে।

/এএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply