প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী নাগরিকদের প্রযুক্তি নির্ভর উন্নতমানের পাসপোর্ট ও ইমিগ্রেশন সেবা এবং বিদেশি নাগরিকদের জন্য উন্নত ভিসা সেবা প্রদানের ব্যবস্থা করা হয়েছে। এমনটাই মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।
বৃহস্পতিবার (৯ নভেম্বর) বিকেলে নাটোরের বড় হরিশপুর এলাকায় আঞ্চলিক পাসপোর্টের অফিসের নতুন ভবন উদ্বোধনকালে স্বরাষ্ট্রমন্ত্রী এ মন্তব্য করেন।
তিনি বলেন, ধারাবাহিকভাবে ডিজিটাল বাংলাদেশ থেকে দেশ স্মার্ট বাংলাদেশের দিকে এগিয়ে যাচ্ছে। দক্ষিণ এশিয়াতে বাংলাদেশই প্রথম ই-পাসপোর্ট চালু করে এবং এরমধ্যেই ১ কোটি ১৬ লাখ ই-পাসপোর্ট প্রদান করা হয়েছে বলেও জানান তিনি। দ্রুততার সাথে পাসপোর্ট প্রদান করায় জনসেবার গতিও ত্বরান্বিত হয়েছে বলে মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী।
এটিএম/
Leave a reply