পাকিস্তানের সঙ্গে বৈঠক বাতিল করলো ভারত

|

সম্মতি দেয়ার ২৪ ঘণ্টা না পেরোতেই, পাকিস্তানের সাথে আলোচনা বাতিল করলো ভারত। চলতি সপ্তাহে, নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের সাইডলাইনে দু’দেশের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

আলোচনা বাতিলের ঘোষণা দিয়ে শুক্রবার বিবৃতি দেয় ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়।

বলা হয়, জম্মু-কাশ্মিরে সন্ত্রাসীদের আক্রমণে তিন ভারতীয় নিরাপত্তা কর্মকর্তাকে অপহরণ ও হত্যার প্রতিবাদে নেয়া হয়েছে এ সিদ্ধান্ত।

এছাড়া, দু’বছর আগে ভারতীয় সেনাদের অভিযানে জম্মু-কাশ্মিরে নিহত বিচ্ছিন্নতাবাদী নেতা বুরহান ওয়ানিকে বীরোচিত সম্মাননা দিয়ে পাকিস্তানে স্ট্যাম্প প্রকাশেরও প্রতিবাদ জানানো হয় বিবৃতিতে।

এসব ঘটনায় সরাসরি পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকেই দায়ী করে ভারত সরকার।

গেল সপ্তাহেই, শান্তি আলোচনার জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি দেন ইমরান। ভারতবিরোধী নীতি বহাল রেখে ইসলামাবাদের এ প্রস্তাব ভারতের প্রতি অসম্মান- অভিযোগ নয়া দিল্লির।

যমুনা অনলাইন : আরএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply