নেত্রকোণায় আশ্বিনের অতিবৃষ্টিতে ভেসে গেছে সহস্রাধিক ঘেরের মাছ

|

নেত্রকোণায় আশ্বিনের অতিবৃষ্টিতে ভেসে গেছে সহস্রাধিক ঘেরের মাছ। ক্ষতিগ্রস্ত মৎস্য চাষিরা ঘুরে দাঁড়াতে সরকারি প্রনোদনা চাইছেন। একমাস পার হলেও ক্ষতি কাটাতে সহায়তা মেলেনি। ক্ষয়ক্ষতি নিরূপন হয়েছে সম্প্রতি। শিগগিরই সহায়তা করা হবে, এমন আশ্বাস দিয়েছে জেলা মৎস্য বিভাগ।

আশ্বিনের অতিবৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়েছিল নেত্রকোণার নিম্নাঞ্চল। টানা বৃষ্টিতে তলিয়ে যায় পথঘাট আর জলাশয়। এতে সবচেয়ে বেশি ক্ষতির মুখে জেলার মৎস্য চাষিরা। ভেসে গেছে সহস্রাধিক ঘেরের মাছ।

আর্থিক বিপর্যয় থেকে ঘুরে দাঁড়াতে সহায়তা আর প্রণোদনার দাবি ক্ষতিগ্রস্ত মৎস্য চাষিদের।

জেলার মৎস্য বিভাগের তথ্যমতে, বৃষ্টিতে ৫ শতাধিক চাষির ৪শ মেট্রিক টন মাছ ভেসে গেছে। আর্থিক ক্ষতি প্রায় আট কোটি টাকা। এরইমধ্যে ক্ষতিগ্রস্ত চাষিদের সহায়তার আশ্বাস দিয়েছে কর্তৃপক্ষ।

তবে আশ্বিনের ক্ষতির পরিমাণ এরচেয়ে কয়েকগুণ বেশি বলে দাবি করেছেন স্থানীয় চাষিরা। কাঙিক্ষত সহায়তা পেলে দ্রুত ঘুরে দাঁড়ানোর আশা তাদের।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply