রাজশাহী ব্যুরো:
চাঁপাইনবাবগঞ্জে সার্কাস দল থেকে পালিয়ে যাওয়া হাতিটিকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (৯ নভেম্বর) রাজশাহীর তানোরের মুন্ডুমালা পৌর এলাকা পেরিয়ে বাধাইড় ইউনিয়নের ফসলী মাঠ থেকে আটক করে বন বিভাগের কর্মকর্তা ও প্রাণী সংরক্ষক দল।
জানা গেছে, হাতিটি ধরতে হত দু’দিন ধরে চেষ্টা চালিয়ে যাচ্ছিলো দলটি। এরই মধ্যে নাচোল উপজেলায় এক শিশু এবং মুন্ডুমালা এলাকায় এক কৃষক এই হাতির পায়ের চাপায় মারা গেছেন। তবে আটক করা গেলেও হাতিটি কোথাও নিয়ে যাওয়া হয়নি। হাতির মালিকরা বলছেন, দুই-তিন দিনের মধ্যে হাতিটিকে তারা অন্যত্র নিয়ে যাবেন। এ সময়, পুলিশ, ফায়ার সার্ভিস, বন বিভাগের কর্মকর্তাসহ একটি দল, প্রশাসনের কর্মকর্তারা এবং স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এর আগে, দুপুরে প্রথমবার চেতনানাশক দিয়ে একবার বাঁধা হয় হাতিটিকে, তবে সেবার দড়ি ছিঁড়ে আবার দাঁড়িয়ে পড়ে সে। পরে দু ঘন্টা পর পায়ে শেকল দেয়া হয় বহু কষ্ট করে। হাতিটি আরও ২-৩ দিন ওখানেই রাখা হবে। পরে আবার তাকে পোষ মানিয়ে নিয়ে যাবে মাহুতরা।
এটিএম/
Leave a reply