ইসরায়েলের সামরিক ঘাঁটিতে হুতি বিদ্রোহীদের হামলা

|

ইয়েমেনের হুতি বিদ্রোহীদের সাথে সশস্ত্র বাহিনী ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রদর্শনে সানার রাস্তায় মিছিল করছে। ছবি: টাইমস অব ইসরায়েল।

ইসরায়েলি সেনাঘাঁটিতে ব্যালিস্টিক মিসাইল ছুঁড়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। বৃহস্পতিবার (৯ নভেম্বর) এ তথ্য নিশ্চিত করেছে সশস্ত্র গোষ্ঠীটি। এক প্রতিবেদনে টাইমস অব ইসরায়েল এ খবর জানায়।

প্রতিবেদনে বলা হয়, দক্ষিণাঞ্চলের ইলাতে একাধিক সামরিক স্থাপনায় ক্ষেপণাস্ত্র ছুড়ে গাজায় আগ্রাসনের জবাব দিয়েছে সশস্ত্র গোষ্ঠীটি। এদিন তেল আবিবের সেনাবাহিনীর ব্যাপক ক্ষয়ক্ষতি ঘটানোর দাবি করেছে হুতি বিদ্রোহীরা। এমনকি ফিলিস্তিনিদের নির্বিচারে হত্যা বন্ধ না করা পর্যন্ত হামলা অব্যাহত রাখার হুশিয়ারিও দিয়েছে গোষ্ঠীটি।

সেনাঘাঁটিতে আক্রমন প্রসঙ্গে হুতি মুখপাত্র ইয়াহিয়া সারিয়া বলেন, ইসরায়েলি সেনাদের একাধিক স্পর্শকাতর স্থাপনায় ব্যালিস্টিক মিসাইল ছুঁড়েছে আমাদের যোদ্ধারা। প্রত্যেকটি ক্ষেপণাস্ত্রই সঠিক টার্গেটে আঘাত হেনেছে। ফিলিস্তিনিদের ওপর নির্বিচার আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত অব্যাহত থাকবে এই হামলা।

এদিকে, মিসাইল হামলার কথা স্বীকার করেছে ইসরায়েলি প্রশাসন। তবে ক্ষেপণাস্ত্র বেসামরিক ভবনে আঘাত হেনে সামান্য ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি তাদের। সেনাবাহিনীর ক্ষয়ক্ষতির বিষয়ে কোনো তথ্য জানানো হয়নি।

/এআই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply