২ ইসরায়েলি জিম্মিদের শর্তসাপেক্ষে ছাড়তে রাজি ইসলামিক জিহাদ

|

ইসরায়েলি সৈন্যরা সীমান্তের কাছে টহল দিচ্ছে। ছবি: রয়টার্স।

শর্তসাপেক্ষে ২ ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিতে প্রস্তুত ইসলামিক জিহাদ। আটককৃত বন্দীদের বেশকিছু ভিডিও প্রকাশ করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী দলটি। বৃহস্পতিবার (৯ নভেম্বর) বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ খবর জানায়।

ভিডিওতে হুইল চেয়ারে বসা এক প্রবীণ নারীকে দেখা যায়। ৭০ বছরের ইসরায়েলি নিজেকে হান্না কাৎজি হিসেবে পরিচয় দেন। তিনি জানান, স্বাধীনতাকামী ফিলিস্তিনিরা তাঁর যত্ন নিচ্ছেন। তবে নেতানিয়াহুর কারণে অসন্তোষের সৃষ্টি। তিনি প্রধানমন্ত্রীর পদত্যাগ চান।

জিম্মিদের মুক্তি দেয়া প্রসঙ্গে নাম প্রকাশে অনিচ্ছুক আল-কুদস্ ব্রিগেডের মুখপাত্র বলেন, মানবিক এবং শারীরিক অসুস্থতার খাতিরে হান্না কাৎজিরকে আমরা মুক্ত করতে প্রস্তুত। কারণ তার চিকিৎসার জন্য প্রয়োজনীয় ঔষধ নেই আমাদের হাতে। শিশু হওয়ায় ইয়াগিল জ্যাকবকেও আমরা ছেড়ে দিতে চাই। তবে ফিলিস্তিনিদের সুরক্ষা নিশ্চিতের শর্ত পূরণ হলেই, মুক্তি পাবেন জিম্মিরা।

অপর একটি ভিডিওতে ১৩ বছরের ইয়াগিল জ্যাকব জানায়, সে পরিবার আর বন্ধুদের কাছে ফিরতে চায়। কিন্তু ইসরায়েলি প্রশাসনের দীর্ঘসূত্রতার কারণে জিম্মিদের বাড়ছে প্রাণঝুঁকি।

গেলো একমাসে দু’দফায় ৪ নারীকে মুক্তি দিয়েছিলো হামাস। এখনো স্বাধীনতাকামীদের হাতে বন্দি ২৪২ ইসরায়েলি।

/এআই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply