চলমান বিশ্বকাপে বাংলাদেশ ক্রিকেট দল নির্বাচনে সমস্যা ছিল। যা বিশ্বকাপের মাঠে ফুটে উঠেছে বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল।
শুক্রবার (১০ নভেম্বর) দুপুরে সাভারের বিকেএসপিতে ক্রিকেটের উপর চার বছর মেয়াদী অনার্স কোর্স উদ্বোধনের পর সাংবাদিকদের এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, নির্বাচকরা যদি আরও যত্নবান হয়ে দুই-একজন খেলোয়ার সংযুক্ত করতো আমরা ভালো কিছু পেতাম। তবে আমি আশাবাদী বাংলাদেশ দল খুব শীঘ্রই এটি কাটিয়ে উঠে জয়ের ধারাবাহিকতা বজায় রাখবে।
তিনি আরও বলেন, বিকেএসপিকে বিশ্বমানের করতে ধারাবাহিকভাবে কাজ করা হচ্ছে। খেলোয়াড়দের সুবিধার্থে আধুনিক করা হচ্ছে প্রশিক্ষণ।
/আরএইচ
Leave a reply