’ডিজিটাল নিরাপত্তা আইন অনুসন্ধানী সাংবাদিকতাকে ব্যাহত করবে’

|

ডিজিটাল নিরাপত্তা আইন অনুসন্ধানী সাংবাদিকতাকে ব্যাহত করবে বলে মন্তব্য করেছেন গণমাধ্যম কর্মীরা। তাদের অভিযোগ, এই আইনের মাধ্যমে দুর্নীতিবাজ মন্ত্রী, আমলা, নেতাদের সুরক্ষার ব্যবস্থা করছে সরকার।

আজ শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের একাংশ এবং ঢাকা সাংবাদিক ইউনিয়নের একাংশ আয়োজিত প্রতিবাদ সভায় সাংবাদিকরা বলেন, ডিজিটাল নিরাপত্তা আইন একটি কালো আইন। এমন আইন একটি গণতান্ত্রিক দেশে থাকতে পারেনা বলেও মন্তব্য করেন তারা।

এই আইন পাস হলে দেশের সাংবাদিকতা মুখ থুবড়ে পড়বে বলেও মন্তব্য করেন তারা।  আইনটিতে অনুমোদন না দিতে রাষ্ট্রপতির পস্তক্ষেপ কামনা করেছেন সাংবাদিকরা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply