বাংলাদেশের নির্বাচনে হস্তক্ষেপ করবে না দিল্লি, যুক্তরাষ্ট্রকে ‘অবস্থান’ পরিষ্কার করলো ভারত

|

ছবি: যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।

ঘনিষ্ঠ বন্ধু হিসেবে বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রতি শ্রদ্ধাশীল ভারত। বাংলাদেশের নির্বাচনে হস্তক্ষেপ করবে না দেশটি। শুক্রবার (১০ ডিসেম্বর) ভারতের নয়াদিল্লিতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেনের সাথে ‘টু প্লাস ট ‘ বৈঠকে এ অবস্থানের কথা জানান ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।

যদিও বৈঠকের পর দু’জন যৌথ ব্রিফিংয়ে কিছুই বলেননি। পরে ভারতের পররাষ্ট্র সচিব বিনয় কোয়াত্রা নিশ্চিত করেন দুজনের বৈঠকে কথা হয়েছে বাংলাদেশের নির্বাচন ইস্যুতে।

বলা হয়েছে, বাংলাদেশের জনগণই এদেশের ভবিষ্যত নির্ধারণ করবে। দিল্লি চায় এদেশে শান্তি, স্থিতিশীলতা ও প্রগতিশীলতা বজায় থাকুক। তবে এ বিষয়ে যুক্তরাষ্ট্রের মনোভাব কী সে বিষয়ে কোনো মন্তব্য করেননি ভারতের পররাষ্ট্র সচিব।

বিনয় কোয়াত্রা বলেন, বাংলাদেশসহ আঞ্চলিক ও বৈশ্বিক বিভিন্ন ইস্যু নিয়ে দুই দেশের মধ্যে বিস্তারিত আলোচনা হয়েছে। বাংলাদেশ নিয়ে আমাদের অবস্থানের কথা পরিষ্কারভাবে আমরা তাদের জানিয়েছি।

তিনি আরও বলেন, তৃতীয় কোনো দেশের নীতি সম্পর্কে মন্তব্য করা আমাদের উচিত নয়। বাংলাদেশের উন্নয়ন কেমন হবে, নির্বাচন কেমন হবে তা সে দেশের অভ্যন্তরীণ বিষয়। বাংলাদেশের জনগণই তা ঠিক করবেন। তারাই তাদের দেশের ভবিষ্যৎ নির্ধারণ করবেন। ঘনিষ্ঠ বন্ধু হিসেবে আমরা বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রতি শ্রদ্ধাশীল।

উল্লেখ্য, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন ও প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিনের সঙ্গে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এবং প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের মধ্যে টু প্লাস টু বৈঠকটি অনুষ্ঠিত হয়।

/এনকে


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply