বিশ্বকাপের ৩৬তম ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে আজ মাঠে নামবে বাংলাদেশ। শনিবার (১১ নভেম্বর) দিনের প্রথম ম্যাচে মাঠে নামছে টাইগাররা। পুনে’র মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বেলা ১১’টায়। বিশ্বকাপে মাহমুদউল্লাহ-মুশফিকদের শেষ ম্যাচ এটি।
অস্ট্রেলিয়ার বিপক্ষে জিতলে বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফি নিশ্চিত। হারলেও আছে যদি কিন্তুর সমীকরণ। সেটাও কিন্তু খুব কঠিন নয়। বাংলাদেশ ব্যাটিংয়ের ২০০ বা এর বেশি করলেই নিশ্চিত হবে আট নম্বর স্থান। তবে অস্ট্রেলিয়া যেন ২৩ ওভারের আগে জয় না পায় সেটিও নিশ্চিত করতে হবে টাইগারদের।
এদিকে ইনজুরিতে অধিনায়ক সাকিব ছিটকে যাওয়ায়, তার জায়গা নেবেন একজন বোলার নিশ্চিত করেছেন চান্দিকা হাথুরুসিংহে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে জায়গা পাকা করার মিশনের ম্যাচে বাংলাদেশ জয় পেলে মূল্যহীন হয়ে যাবে বাকি সব সমীকরণ। তবে এই ম্যাচে রয়েছে বৃষ্টির শঙ্কা।
অস্ট্রেলিয়ার বিপক্ষে কঠিন লড়াইয়ের আগে কঠোর প্রস্তুতির চেয়ে, ক্রিকেটারদের নির্ভার রাখার কৌশল বেছে নিয়েছে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট। তাইতো গতকালের ঐচ্ছিক অনুশীলনে হাজির হয়েছিলেন মাত্র ৭ ক্রিকেটার।
তবে আকর্ষণের কেন্দ্রে ছিলেন লিটন দাস। ছুটি কাটিয়ে বৃহস্পতিবার রাতে পুনেতে আসার পর দলের সাথে অনুশীলন করেছেন এই ব্যাটার। নেটে বেশ সাবলিল মনে হয়েছে লিটন দাসকে।
অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ একাদশে পরিবর্তন আসছে নিশ্চিত, কারণ সাকিবের ইনজুরি। তার পরিবর্তে স্কোয়াডে যুক্ত হলেও এনামুল হক বিজয়ের একাদশে থাকা নিয়ে আছে সংশয়। শুক্রবার নেটে বিজয়কে সাবলিল মনে হয়নি। সেশনের শুরু থেকেই স্ট্রাগল করছিলেন তিনি। ছক্কা মারর প্রচেষ্টা গুলো ব্যর্থ হয়েছে বারবার।
ট্রেনিং শেষে লম্বা সময় ধরে বিজয়ের সাথে কথা বলেছেন হাথুরুসিংহে।সাকিবের পরিবর্তে একাদশে থাকবেন বোলার। নাসুম ও শেখ মেহেদী আছেন বিবেচনায়। বিশ্বকাপটা খারাপ কাটলেও এই ম্যাচে আরও একটা সুযোগ পেতে পারেন তানজিদ তামিম। কারণ এই ভেন্যুতে ভারতের বিপক্ষে ফিফটি করেছিলেন তিনি।
বাংলাদেশের হেড কোচ চান্দিকা হাথুরুসিংহে বলেন, সাকিবকে হারানোটা অপূরণীয় ক্ষতি। সে সেরা অধিনায়ক, ব্যাটার, বোলার সবই। তার জায়গায় এই ম্যাচে একজন বোলার থাকবে একাদশে। সেটা পেসার কিংবা স্পিনার যে কেউ হতে পারে। বিজয় অনেক অভিজ্ঞ ক্রিকেটার। কিন্তু তার খেলার সম্ভাবনা ১৫তে এক ভাগ। দলের বাকি সবার যেমনটা আছে।
সমীকরণের বিষয়ে তিনি বলেন, এই সব কঠিন সমীকরণ মাথায় নিয়ে ম্যাচ খেলাটা কঠিন। অবশ্যই শ্রীলঙ্কা হারায় আমাদের জন্য কাজটা সহজ হয়েছে। তবে সবার আগে ভালো ক্রিকেট খেলা আমাদের লক্ষ্য। সেটা করতে পারলে অস্ট্রেলিয়াকে হারানো সম্ভব।
মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন গ্রাউন্ডের উইকেট ব্যাটিং সহায়ক। উইকেটে হালকা ঘাস থাকায় দিল্লির পিচের মতোই বল সহজে আসবে ব্যাটে। গত দুই দিন উইকেট পর্যবেক্ষণ করে সে কথাই জানিয়েছেন চান্দিকা।
/এমএইচ
Leave a reply