ইসরাইলকে অবশ্যই গাজায় বোমা হামলা বন্ধ করতে হবে। সংবাদমাধ্যম বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন এই মন্তব্য করেন। শনিবার (১১ নভেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।
আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসিকে দেয়া তার এই সাক্ষাৎকার শুক্রবার (১০ নভেম্বর) রাতে প্রকাশিত হয়।
এলিসি প্রাসাদে দেয়া এ সাক্ষাৎকারে ফরাসি প্রেসিডেন্ট বলেন, গাজায় বোমা হামলার কোনো যুক্তি নেই। উপত্যাকায় যুদ্ধবিরতি হলে ইসরাইলই উপকৃত হবে বলেও মন্তব্য করেন তিনি।
এ সময়, যুক্তরাষ্ট্র-ব্রিটেনসহ অন্যান্য পশ্চিমা দেশগুলোও যুদ্ধবিরতির পক্ষে সম্মত হবে বলে আশা জানান ম্যাকরন। সাক্ষাৎকারে হামাসের হামলাকে সন্ত্রাসী কর্মকাণ্ড হিসেবেও উল্লেখ করেন ফরাসী প্রেসিডেন্ট।
এ ঘটনায় ইসরাইলের আত্মরক্ষার অধিকার রয়েছে জানিয়ে তিনি বলেন, ইসরায়েলের আত্মরক্ষার অধিকারকে স্বীকৃতি দেওয়ার পাশাপাশি গাজায় ইসরায়েলের এই বোমা হামলা বন্ধ করার আহ্বান জানাচ্ছে ফ্রান্স।
/এমএইচ
Leave a reply