দারুণ শুরুর পরে উইকেট খোয়ালো বাংলাদেশ

|

বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচে পাওয়ারপ্লে’তে কোন উইকেট না হারিয়ে দারুণ শুরু করেছে টাইগাররা। কোনো উইকেট না হারিয়ে ১০ ওভারে বাংলাদেশের সংগ্রহ ছিল ৬২ রান। তবে খেই হারিয়েছেন তানজিদ তামিম।

এর আগে শনিবার (১১ নভেম্বর) পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় অজি অধিনায়ক। ফলে টস হেরে ব্যাটিংয়ে নামে দুই টাইগার ওপেনার লিটন দাস ও তানজিদ তামিম।

দেখেশুনে শুরু করে এই দুই ওপেনার। অজিদেরকে পাওয়ারপ্লে’তে কোনো উইকেট উপহার না দিয়ে তুলে নেয় ৬২ রান।

তবে বিপত্তি ঘটে ইনিংসের ১২তম ওভারে। শন অ্যাবটের শর্ট বলে তার হাতেই ক্যাচ তুলে দেন তানজিদ। ফলে ৩৪ বলে ৩৬ রানে সাজঘরে ফিরলেন তিনি। এই রান করতে তার ব্যাট থেকে এসেছে ৬টি চারের মার।

বিশ্বকাপের গ্রুপপর্বে মাহমুদউল্লাহ-মুশফিকদের অষ্টম ও শেষ ম্যাচ এটি। তবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার সমীকরণ মেলাতে এই ম্যাচ বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ।

আরও পড়ুন: চ্যাম্পিয়ন্স ট্রফির সমীকরণ: বাংলাদেশের সামনে বাধা কে?

এই প্রতিবেদন লেখা পর্যন্ত, ১৩ ওভারে ১ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ৮৪ রান। লিটন দাসের সঙ্গী হিসেবে মাঠে আছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

/এমএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply