গাজায় হামলা বন্ধের আহ্বান সৌদি যুবরাজের

|

সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। ছবি: রয়টার্স।

গাজায় হামলা বন্ধের আহ্বান জানিয়েছে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। শুক্রবার (১০ নভেম্বর) সৌদি আরবের রাজধানী রিয়াদে অনুষ্ঠিত আফ্রিকান-সৌদি শীর্ষ সম্মেলনে দেয়া বক্তব্যে এই আহ্বান জানান তিনি। খবর রয়টার্সের।

যুবরাজ বলেন, গাজার বেসামরিক নাগরিকরা ইসরায়েলি অভিযানে মূল লক্ষ্যে পরিণত হচ্ছে। যা অত্যন্ত নিন্দনীয়। এসময় এ ঘটনাকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলেও উল্লেখ করেন সালমান। এছাড়া গাজা থেকে ফিলিস্তিনিদের জোরপূর্বক বাস্তুচ্যুত করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

এদিকে, ইসরাইলের আগ্রাসন বন্ধে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সাথেও বৈঠক করেছেন সৌদি যুবরাজ।

/আরএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply