হামাসের হামলায় নিহত ইসরায়েলিদের সংশোধিত তালিকা প্রকাশ

|

জার্মানির বার্লিনের ব্রান্ডেনবার্গ গেটের সামনে গত ৭ অক্টোবর হামাসের হামলায় নিহতদের স্মরণ করছে লোকজন। ছবি: রয়টার্স।

হামাসের হামলায় ইসরায়েলি হতাহতের নতুন তথ্য দিয়েছে তেল আবিব। গত ৭ অক্টোবর দক্ষিণ ইসরায়েলে হামাসের হামলায় নিহতের সংখ্যা ১৪ শ’ থেকে ১২শ’এ সংশোধন করা হয়েছে। শনিবার (১১ নভেম্বর) সংবাদ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানায়।

ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিয়র হায়াত সংশোধিত তথ্য প্রসঙ্গে বলেন, হামাসের হামলায় প্রাণ গেছে ১২ শ’ ইসরায়েলির। যদিও শুরু থেকে বলা হচ্ছিলো এই সংখ্যা ১ হাজার ৪শ’।

এক বিবৃতিতে আইডিএফ জানায়, গেলো ৭ অক্টোবর ইসরায়েলি ভূখণ্ডে বর্বরোচিত হামলা চালায় হামাস। এতে নিহত হয় বহু ইসরায়েলি। প্রাথমিকভাবে ১৪ শ’ প্রাণহানির কথা বলা হলেও, বিভিন্ন ধরণের পরীক্ষা নিরীক্ষার পর নিশ্চিত হওয়া গেছে যে, হামলায় ১২শ’ ইসরায়েলির মৃত্যু হয়েছে। বাকি মরদেহগুলো হামাস সদস্যদের বলে জানায় তেল আবিব।

/এআই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply