সদ্য অনুমোদিত সড়ক পরিবহন আইন, মালিক-শ্রমিকদের দাবি দাওয়ার দলিলে পরিণত হয়েছে বলে অভিযোগ করেছে যাত্রী কল্যাণ সমিতি।
দুপুরে মুক্তি ভবনে সড়ক পরিবহন আইন-২০১৮ এর যাত্রী ও নাগরিক সমাজের প্রতিক্রিয়া বিষয়ে সংবাদ সম্মেলন করেন মহাসচিব মোজাম্মেল হক।
মহাসচিব বলেন, আইন প্রণয়নে সরকারের অংশীদার প্রভাবশালী পরিবহন মালিক-শ্রমিক সংগঠন জড়িত থাকায় যাত্রীদের স্বার্থ দেখা হয়নি। যাত্রী সাধারণের প্রতিনিধিত্ব না রেখে সংসদে অনুমোদিত এই আইনে পরিবহন খাতে সরকারের অসহায়ত্ব প্রকাশ পেয়েছে। গণপরিবহনের নানা অনিয়ম, দুর্নীতি বন্ধ, বিআরটিএ ও ট্রাফিক বিভাগকে দুর্নীতিমুক্ত করার কোন নির্দেশনা নেই বলেও দাবি করা হয়।
গণপরিবহনে বিরাজমান সমস্যা সমাধানে নতুন আইন যথাযথ ভূমিকা রাখতে পারবে না বলে মনে করে যাত্রী কল্যাণ সমিতি।
Leave a reply