স্টাফ করেসপনডেন্ট, শরীয়তপুর:
শরীয়তপুরের ভেদরগঞ্জে খাদ্যগুদাম কর্মকর্তার বাসভবন থেকে ১৩ বস্তা সরকারি চাল উদ্ধার করেছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার (১১ নভেম্বর) দুপুরে উপজেলা খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল মাহমুদের বাসা থেকে এসব চাল জব্দ করা হয়।
ভ্রাম্যমাণ আদালতটি পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল মামুন।
জানা যায়, ইকবাল মাহমুদের বাসভবনে সরকারি চাল মজুদ রাখা আছে এমন সংবাদে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এ সময় সেখান থেকে খাদ্যবান্ধব কর্মসূচির ৩০ কেজির ৩ বস্তা ও ৫০ কেজির ১০ বস্তাসহ মোট ১৩ বস্তা চাল এবং ১ হাজার ১০০টি খালি চালের বস্তা উদ্ধার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত বাসভবনটি সিলগালা করে দেয়।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন বলেন, খাদ্য গুদাম স্পর্শকাতর জায়গা। সরকারি নির্দেশনা ছাড়া এখান থেকে এক বস্তা চালও বাইরে যাওয়ার সুযোগ নেই। কিন্তু খাদ্যগুদাম কর্মকর্তা নিজ বাসভবনে বস্তাগুলো রেখেছেন। বিষয়টি জানতে চাইলে তিনি কোনো সদুত্তর দিতে পারেননি। এ কারণে আমরা চাল জব্দ করে তার বাসভবনটি সিলগালা করে দিয়েছি।
তিনি জানান, অভিযুক্তর বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য জেলা প্রশাসক ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হবে।
/আরএইচ/এনকে
Leave a reply