অবশেষে প্লে স্টেশন গেমারদের জন্য সুখবর নিয়ে এসেছে সনি। বাজারে অফিসিয়ালি লঞ্চ করা হয়েছে সনি প্লেস্টেশন-৫ স্লিম ভার্সন। সাথে আসছে নতুন স্লিম কনসোলারও।
সনির ওয়েবসাইটের তথ্য, নতুন স্লিম মডেলটি আগের ভার্সনের চেয়ে আকারে ছোট। আগের মডেলের তুলনায় আকারে ৩০ শতাংশ কমানো হয়েছে। যে সকল গেমারের বাসায় জায়গার সমস্যা, কিংবা খুব বেশি স্পেস নেই, তাদের জন্য এটি দুর্দান্ত খবর।
গেমারদের জন্য আরও একটি বার্তা নিয়ে এসেছে সনি। নতুন প্লে স্টেশন-৫ স্লিম ভার্সনে স্টোরেজ আপগ্রেড করেছে টেক-কোম্পানিটি।
আগের মডেলে ২৫৬ এসএসডি পর্যন্তই স্পেস ছিল। কিন্তু নতুন স্লিম ভার্সনে তা বাড়িয়ে ১ টেরা বাইট এসএসডি পর্যন্ত করেছে সনি। স্লিম ভার্সনটির বর্তমান বাজার মূল্য ৫৪ হাজার ৩শ’ টাকা।
বেস প্লে স্টেশন-৫ স্লিম এডিশনের সাথে একটি ডিস্ক ড্রাইভ থাকবে। অনেকটা মূল মডেলটির মতোই। তবে যারা কনসোলের ডিজিটাল সংস্করণ কিনবেন, তারা পরবর্তীতে বিকল্প হিসেবে আলাদাভাবে আল্ট্রা এইচডি ব্লু-রে ডিস্ক ড্রাইভ যুক্ত করতে পারবেন। সেক্ষেত্রে গুনতে হবে অতিরিক্ত ৮ হাজার ৫শ’ টাকা।
চলতি মাসে, প্লে স্টেশন-৫ স্লিম এডিশনের সাথে একটি ভারটিকাল স্ট্যান্ড বাজারে আনবে বলে ঘোষণা দিয়েছে সনি। তার জন্য গুনতে হবে ৩ হাজার ২শ’ টাকা।
/এআই
Leave a reply