পটুয়াখালী প্রতিনিধি
পটুয়াখালী সরকারি কলেজে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগের দু পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ৫ জন আহত হয়েছেন।
শনিবার সকালে প্রথমে পটুয়াখালী সরকারি কলেজ ক্যাম্পাসে ও পরবর্তীতে পটুয়াখালী ২৫০ শয্যা হাসপাতালের জরুরী বিভাগে সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের পটুয়াখালী ২৫০ শয্যা হাসপাতালে ভর্তির পর উন্নত চিকিৎসার জন্য ছাত্রলীগ কর্মী সুমনকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, আধিপত্য বিস্তার করাকে কেন্দ্র করে সকালে কলেজ ছাত্রলীগ সভাপতি ও সাধারণ সম্পাদক গ্রুপের সাথে সাবেক ছাত্রলীগ সাংগঠনিক সম্পাদক মইন খান চানু গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।
এতে কলেজ ছাত্রলীগের সভাপতি রিয়াজ সিকদার এবং সাধারণ সম্পাদক আবুল বাসার আরজুসহ অন্তত ৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। পরবর্তীতে হাসপাতালের জরুরী বিভাগে চিকিৎসা নিতে গিয়ে আবারও দুপক্ষ সংঘর্ষে জড়িয়ে পরে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বর্তমানে ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন জেলা ছাত্রলীগ সভাপতি।
Leave a reply