হামাসের হাতে আটক জিম্মিদের মুক্তির দাবিতে ইসরায়েলে ব্যাপক বিক্ষোভ হয়েছে। শনিবার (১১ নভেম্বর) দেশটির রাজধানী তেল আবিবে হাজারও মানুষ রাজপথে নেমে বিক্ষোভ করেন। খবর রয়টার্সের।
এ সময় জিম্মিদের স্বজনেরা বিক্ষোভে অংশ নেন। এক মাসের বেশি সময় পেরুনোর পরেও জিম্মিদের ফেরাতে ব্যর্থতার দায়ে নেতানিয়াহু সরকারের তীব্র সমালোচনা করেন তারা।
এদিকে তেল আবিবের প্রতিরক্ষা মন্ত্রণালয়ও ঘেরাও করেন ক্ষুব্ধ ইসরায়েলিরা। এ সময় বিক্ষোভকারীরা গাজা উপত্যকায় অবিলম্বে অস্ত্রবিরতির দাবিও তোলে।
উল্লেখ্য, ৭ অক্টোবর ইসরাইলের অভ্যন্তরে নজিরবিহীন অভিযান চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। এখন পর্যন্ত তাদের হাতে ২৪২জন ইসরায়েলি নাগরিক বন্দি রয়েছে।
/আরএইচ
Leave a reply