গাজায় আকাশ ও স্থল অভিযান অব্যাহত রেখেছে ইসরায়েল

|

ছবি: রয়টার্স।

ফিলিস্তিনের গাজাকে চারদিক থেকে ঘেরাও করে ইসরায়েলের স্থলাভিযান অব্যাহত রয়েছে। এ সময় হামাসের অর্ধ-শতাধিক টানেল ধ্বংস করা হয়েছে বলে দাবি করেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। খবর রয়টার্সের।

শনিবার (১১ নভেম্বর) স্থল অভিযানের একটি ভিডিও ফুটেজ প্রকাশ করেছে তেল আবিব। ফুটেজে বেইত হানুন এলাকায় হামাসের গোপন আস্তানায় হামলা চালাতে দেখা যায়।

আইডিএফ জানায়, গত ২৪ ঘণ্টায়ও হামাসের শত শত ঘাঁটিকে টার্গেট করা হয়েছে। এছাড়াও গাজার একটি কিন্ডার গার্টেন স্কুল থেকে বিপুল পরিমাণ অস্ত্র-গোলাবারুদ উদ্ধারের দাবিও করেছে তারা।

অপরদিকে গাজার বিভিন্ন অঞ্চলে নির্বিচারে বিমান হামলা চলছে। সবজায়গায় গোলাগুলি ও বোমা বিস্ফোরণের আওয়াজ পাওয়া যাচ্ছে।

/আরএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply