Site icon Jamuna Television

দেশে দক্ষ কর আইনজীবীর সংকট: প্রধান বিচারপতি

জনগণকে কর প্রদানে উৎসাহিত করতে কর আইন সহজ করা এবং কর আদায়ে কোনো ভাবে হয়রানি না করার আহবান জানান প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।

সন্ধ্যায় রাজধানীর সুপ্রিম কোর্ট বার ভবনে ,মাসিক পত্রিকা করাদালতের রজতজয়ন্তী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, বর্তমানে দেশে দক্ষ কর আইনজীবীর সংকট রয়েছে।

অনুষ্ঠানে মাসিক পত্রিকা করাদালতের মোড়ক উন্মোচন করা হয়। বক্তারা বিনিয়োগ বাড়াতে কর আইনের সংস্কারের দাবিও জানান। সিনিয়র আইনজীবী সৈয়দ রেজাওর রহমান সহ অনেক আইনজীবী উপস্থিত ছিলেন।

Exit mobile version