চিকিৎসাধীন শিশুদের নিরাপদে সরে যেতে সাহায্য করবে ইসরায়েল

|

ছবি: সংগৃহীত

গাজার আল শিফা হাসপাতালে চিকিৎসাধীন শিশুদের নিরাপদে সরিয়ে নিতে সহায়তা করবে ইসরায়েল। রোববার (১২ নভেম্বর) এ কথা জানিয়েছে দেশটির প্রতিরক্ষা বাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হ্যাগারি। খবর রয়টার্সের।

ড্যানিয়েল হ্যাগারি বলেন, যারা বের হতে চায় তাদের জন্য হাসপাতালের পূর্ব দিক খোলা আছে। সেখান দিয়ে তারা নিরাপদে বেরিয়ে যেতে পারবে। আমরা হাসপাতেলের কর্মীদের সাথে কথা বলেছি। তাদের জানিয়েছি চিকিৎসাধীন শিশুদের নিরাপদ হাসপাতালে নিয়ে যেতে প্রয়োজনীয় সহায়তা করবো।

এর আগে জ্বালানি সংকটে গাজার সবচেয়ে বড় হাসপাতাল আল শিফার বিদ্যুৎ সংযোগ পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে গেছে। এতে ভেন্টিলেশন বন্ধ হয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। শনিবার বিষয়টি নিশ্চিত করেছেন গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল কিদরা।

এদিকে মৃত্যুঝুঁকিতে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) আরও ৩৭ শিশু রয়েছে। এর মধ্যেই গাজায় বোমা হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী।

হাসপাতালটির পরিচালক জানান, হাসপাতাল থেকে কেউ বের হতে চাইলেই হামলার শিকার হচ্ছে। চারদিকে ঘিরে রেখেছে ইহুদি বাহিনীর ট্যাংক বহর।

আরএইচ/এটিএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply