তফসিল ঘোষণা থেকে বিরত থাকতে নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব মাহবুব উদ্দিন খোকন। বলেছেন, তফসিল ঘোষণা না করে পদত্যাগ করুন।
রোববার (১২ নভেম্বর) দুপুরে সুপ্রিম কোর্ট অ্যানেক্স ভবনের সামনে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ আহ্বান জানান। বলেন, ভোটারদের নিরাপত্তা নিশ্চিত না করে তফসিল ঘোষণা করলে জাতি অভিশাপ দেবে।
মাহবুব উদ্দিন ডিসি-এসপিদের নির্দেশনার বিষয়ে সমালোচনা করে বলেন, সংবিধান পরিপন্থি আচরণ করছে নির্বাচন কমিশন।
এদিকে, চলমান অবরোধের সমর্থন ও নেতাকর্মীদের গ্রেফতারের প্রতিবাদে বিক্ষোভ করেছে বিএনপি ও সমমনা আইনজীবীদের সংগঠন ইউনাইটেড লইয়ার্স ফ্রন্ট। এ সময় আইনজীবী নেতারা বলেন, আদালতকে ব্যবহার করে সরকার বিরোধী মতের উপর নিপীড়ন চালাচ্ছে সরকার।
এটিএম/
Leave a reply