নির্বাচন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়, এ ক্ষেত্রে ভারতের বক্তব্য যথার্থ বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। বলেন, ভারত-যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হয়েছে।
রোববার (১২ নভেম্বর) সচিবালয়ে ব্রিফিং এ তথ্যমন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, বৈঠকের পর ভারত বাংলাদেশের নির্বাচন নিয়ে যা বলেছে তা সঠিক।
জাতিসংঘের মানবাধিকার হাইকমিশনারের বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার সুযোগ দেয়ার আহ্বান বিষয়ে তথ্যমন্ত্রী বলেন, এখানে সরকারের কোনো করনীয় নেই। এটা আদালতের বিষয়। নির্বাচনে বিএনপি না আসলেও অন্য দল অংশ নেবে বলে আশা করেন তথ্যমন্ত্রী।
হাছান মাহমুদ বলেন, বিএনপি নির্বাচনে আসুক সরকার চায়। বিএনপির অবরোধের সমালোচনা করে হাছান মাহমুদ বলেন, তারা চোরাগোপ্তাভাবে আগুন না দিয়ে রাস্তায় নেমে ব্যারিকেড দিক। দেখুক জনগণ তাদের সাথে আছে কিনা। আন্দোলন করার অধিকার তাদের আছে। কিন্তু গাড়ি পোড়ানোকে জাতিসংঘ কিংবা বিদেশিরাও সমর্থন করে না।
এটিএম/
Leave a reply