Site icon Jamuna Television

ভূমধ্যসাগরে আছড়ে পড়লো মার্কিন সামরিক বিমান

ভূমধ্যসাগরে বিধ্বস্ত হয়েছে একটি মার্কিন সামরিক বিমান। বিষয়টি নিশ্চিত করে শনিবার (১১ নভেম্বর) একটি বিবৃতি প্রকাশ করে মার্কিন সামরিক কমান্ড। খবর সংবাদ সংস্থা এপির।

আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম জানায়, ভূমধ্যসাগরের পূর্বাঞ্চলে বিধ্বস্তু হয় বিমানটি। ওই অঞ্চলে প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করছিল সেটি। তবে এ ঘটনায় হতাহতের কোনো খবর এখনও সামনে আসেনি। এমনকি এটি ফাইটার জেট নাকি বোমারু বিমান সে বিষয়ে কিছু স্পষ্ট করেনি কর্তৃপক্ষ।

মার্কিন সামরিক কমান্ডের পক্ষ থেকে বলা হয়েছে, কোনো হামলায় নয় বরং যান্ত্রিক ত্রুটির কারণে বিধ্বস্তু হয়েছে বিমানটি। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলের ব্যাপক আগ্রাসন শুরুর পর তেলআবিবের সমর্থনে ভূমধ্যসাগরে দুটি বিমানবাহী রণতরী মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র।

এসজেড/

Exit mobile version