কাশ্মির থেকে ফিরছে ৩ বাংলাদেশির মরদেহ, বিধ্বস্ত তিনটি পরিবার

|

বাংলাদেশ থেকে ভারতের কাশ্মিরে ঘুরতে গিয়েছিলেন তিন বন্ধু। তাদের একজন মায়ের জন্য কিনেছিলেন শাড়ি, আবার তীর্থ করে বাড়ি ফেরার কথা ছিল আরেকজনের। আর তৃতীয় জন গিয়েছিলেন প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে। কথা ছিল, ভ্রমণ শেষে বাড়ি ফিরে আবারও মিলিত হবেন প্রিয় মানুষগুলোর সাথে। অথচ ভ্রমণের আনন্দকে বিষাদে পরিণত করে ৩ বন্ধু ফিরছেন প্রাণহীন দেহে।

নিহত ৩ বন্ধুর নাম ইমন দাশ গুপ্ত, অনিন্দ্য কৌশল এবং মঈন উদ্দীন। তাদের মধ্যে দু’জন গণপূর্ত অধিদপ্তরের প্রকৌশলী, অপরজন ঠিকাদার। ঘুরতে গিয়ে আগুনে দগ্ধ হয়ে ৩ বন্ধুর এমন মর্মান্তিক মৃত্যুর পর শোকের মাতম চলছে তাদের পরিবারে।

গণপূর্ত অধিদপ্তরের উপ-বিভাগীয় প্রকৌশলী ইমন দাশ গুপ্তের মৃত্যুতে শোকে পাগলপ্রায় মা স্মৃতি দাশ গুপ্ত। ছেলের এই মর্মান্তিক মৃত্যু কিছুতেই মেনে নিতে পারছেন না তিনি। স্ত্রী আর তিন বছরের সন্তানকে নিয়ে চট্টগ্রামের পাঁচলাইশে বসবাস করতেন ইমন। তার গ্রামের বাড়ি রাউজানের বিনাজুরিতে। ইমনের মা জানান, আমার জন্য জয়পুরী শাড়ি কিনেছিলেন ইমন। তাড়াতাড়ি বাড়ি ফিরে আসবেন বলেও জানিয়েছিলেন তিনি। তবে শেষপর্যন্ত আর মায়ের কাছে ফেরা হলো না ইমনের।

এদিকে, নিহত ৩ বন্ধুর মধ্যে অনিন্দ্য কৌশলের গ্রামের বাড়ি মীরসরাইয়ে। তিনি রাঙামাটি গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন। পরিবার নিয়ে চট্টগ্রামের জামাল খান এলাকায় থাকতেন অনিন্দ্য। ছেলের এমন অপ্রত্যাশিত মৃত্যুতে দিশেহারা তার বাবা স্বপন কুমার নাথ। তিনি বলেন, মূলত তীর্থ এবং ঘোরাঘুরি দুটি একসাথে করতেই ভারতে গিয়েছিলেন অনিন্দ্য। তবে কাশ্মিরে যাওয়ার কোনো পূর্ব পরিকল্পনা ছিল না।

অপরদিকে, গণপূর্ত অধিদপ্তরের ঠিকাদার মঈন উদ্দীনের বাড়ি রাউজানের কদলপুরে। তিনি থাকতেন শহরের নাসিরাবাদে। ঘটনার পর থেকে শোকে স্তব্ধ তার পরিবার ও স্বজনরা। বেড়াতে যাওয়া ৩ বন্ধুর এমন মর্মান্তিক পরিণতির কথা স্বপ্নেও ভাবেননি কেউই।

৩ জনের মরদেহ এখনও দেশে এসে না পৌঁছায়নি। তবে এরই মধ্যে তাদের বাড়িতে জড়ো হচ্ছেন শোকাহত স্বজন ও সহকর্মীরা। মরদেহ দ্রুত দেশে আনতে সরকারের সহযোগিতা চান স্বজনরা।

প্রসঙ্গত, গত ৩ নভেম্বর প্রথমে ভারতের গোয়া এবং পরে রাজস্থান হয়ে কাশ্মিরে যান এই তিন বন্ধু। সেখানে ডাল লেকে হাউসবোটে ঘুমন্ত অবস্থায় অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয় তিনজনের।

এএস/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply