ছবিতে এক নজরে ৩০ বছরে পা দেয়া ‘বাজিগর’

|

'বাজিগর' সিনেমার পোস্টার। ছবি: সংগৃহীত।

৩০ বছর আগে আজকের দিনে বক্স অফিসে ঝড় তুলেছিল ‘বাজিগর’। বক্স অফিসের বহু রেকর্ড ভেঙেছিল সুপারহিট এই ফিল্ম। চিত্রনাট্য যেমন শক্তিশালী ছিল, তেমনই হিট ছিল এর প্রতিটা গানও।

এই ফিল্মের পর থেকেই রীতিমতো হিট হয়ে যায় কাজল-শাহরুখ খান জুটি। আর এই ফিল্ম দিয়েই বলিউডে পা রাখেন শিল্পা শেট্টি।
পরিচালক আব্বাস-মস্তান সিনেমার নায়ক নেয়া প্রসঙ্গে বলেন, ‘বাজিগর’ সিনেমার জন্য প্রথমে সালমান খান, আমির খান এবং অনিল কাপুরকে প্রস্তাব দেয়া হয়েছিল। কিন্তু এই ফিল্মে নায়কের চরিত্র নেগেটিভ হওয়ায় তারা কেউই এই প্রস্তাবে রাজি হননি। একমাত্র শাহরুখ খান প্রস্তাব ফিরিয়ে দেননি।

অভিনেত্রী কাজল ইনস্টাগ্রামে লিখেছেন, আমি যখন ফিল্ম শুরু করি তখন মাত্র ১৭ বছর বয়সী আমি। ৩০ বছর পর আজও ‘বাজিগর’এর প্রতিটি গান এবং সংলাপ আমার মুখে বিশাল হাসি নিয়ে আসে। ভাবতেই অবাক লাগে সিনেমাটি এতো বছর পার করলো।

এই ফিল্ম দিয়েই বলিউডে পা রেখেছিলেন শিল্পা শেট্টি। সেই সময়ে দর্শকরা খুব পছন্দ করে এই জুটিকে।
‘বাজিগর’ সিনেমায় শাহরুখ খানের সেই ঐতিহাসিক ডায়লগ আজও ভক্তদের হৃদয়ে গাঁথা।
‘বাজিগর’ সিনেমার অনেকগুলো গান আজও অনেক জনপ্রিয়। ‘ছুপানা ভি নেহি আ-তা’ গানটি গেয়েছেন আনু মালিক। গানটির একটি দৃশ্যে তাকে দেখা যায়।
‘বাজিগর’ সিনেমার আরেকটি জনপ্রিয় গান ‘ইয়ে কালী কালী আখে’

তবে সিনেমাটির সবচেয়ে জনপ্রিয় গান ‘বাজিগর ও বাজিগর’

/এআই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply